প্রাথমিকে স্মরণকালের সবচেয়ে বেশি ৪৫ হাজার নিয়োগ পরীক্ষা শুরু হবে আগামী ২২ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ যাবৎ কালের সবচেয়ে বেশি ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২২ এপ্রিল থেকে। প্রাথমিক ভাবে একযোগে নেয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়। নতুন সিদ্ধান্ত মোতাবেক ধাপে ধাপে নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এর অংশ হিসেবে আগামী ২২ এপ্রিল বেশ কয়েকটি জেলা ও কিছু জেলার সুনির্দিষ্ট কিছু উপজেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সব জেলা ও উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হল - চাঁপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার। আর যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর, ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর, কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রথম ধাপের পরীক্ষার দুই সপ্তাহ পর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে।

No comments

Theme images by gaffera. Powered by Blogger.